Friday 16 May, 2025

আমেরিকার উচিত গাজাকে নিয়ে নেওয়া: ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:10, 15 May 2025

আমেরিকার উচিত গাজাকে নিয়ে নেওয়া: ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার উচিত গাজাকে নিয়ে নেওয়া: ডোনাল্ড ট্রাম্প

গাজা সংকট সমাধানে ভিন্নধর্মী প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমেরিকার উচিত গাজাকে নিয়ে নেওয়া এবং এটিকে একটি স্বাধীন অঞ্চলে পরিণত করা।”

বৃহস্পতিবার কাতারে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের মতে, ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান যুদ্ধে গাজা ভয়াবহ অবস্থার মুখে পড়েছে, আর তাই এই পদক্ষেপ নেওয়ার এখনই সময়।

এর আগে ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের ‘অধীনে আনার’ ঘোষণা দিয়েছিলেন। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের ‘রিভিয়েরা’ হিসেবে পুনর্গঠনের পরিকল্পনার কথা জানান। তার পরিকল্পনা অনুযায়ী প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে বলপ্রয়োগে স্থানান্তর করা হবে পার্শ্ববর্তী অঞ্চলে। বহু দেশ ও আন্তর্জাতিক সংস্থা ট্রাম্পের এই ঘোষণায় বিরূপ প্রতিক্রিয়া দেখায়। অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে ‘বিপ্লবী ও সৃজনশীল’ হিসেবে প্রশংসা করেন। সমালোচনার মুখে ট্রাম্প অবশ্য তার অবস্থান থেকে সরে এসেছিলেন।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, “গাজা সম্পর্কে আমার কিছু ধারণা আছে যা আমার মনে হয় খুব ভালো, এটিকে একটি স্বাধীনতা অঞ্চল করা হোক, মার্কিন যুক্তরাষ্ট্রকে এতে জড়িত হতে দিন এবং এটিকে কেবল একটি স্বাধীন অঞ্চল করা হোক।”

তিনি বলেন, “আমি গর্বিত হব যদি মার্কিন যুক্তরাষ্ট্র এটি পায়, গ্রহণ করে, এটিকে একটি স্বাধীন অঞ্চল করা হোক।”