সাধারন মানুষের নাগালের বাইরে বাজারের ফল
রোজাকে কেন্দ্র করে চাহিদা বেড়েছে সব ধরণের আমদানিকৃত ফলের। শুল্ক কমানোয় খেজুরের দামে সামান্য স্বস্ত্বি থাকলেও আপেল, কমলা, মাল্টাসহ বিদেশি সব ফলের দাম চড়া। সরকার সম্পূরক শুল্ক বাড়ানোয় আমদানি করা এসব ফলের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৮০ টাকা। তবে বাজারে আনারস, কলা, পেয়ারা, বরইয়ের মতো দেশি ফলের সরবরাহ থাকলেও সেখানেও স্বস্তি নেই দামে। এতে বিপত্তিতে পড়েছেন মধ্যবিত্তরা।
Sunday, 2 March 2025, 22:35