Monday 05 May, 2025

৫০ বছরের ইতিহাসে রেকর্ড এডিপি কাটছাঁট
৫০ বছরের ইতিহাসে রেকর্ড এডিপি কাটছাঁট

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) রেকর্ড কাটছাঁট করেছে অন্তবর্তী সরকার। বাদ দেওয়া হয়েছে ৪৯ হাজার কোটি টাকার বরাদ্দ। গত ৫০ বছরের ইতিহাসে এত বেশি বরাদ্দ কমানোর নজির নেই। থমকে যাওয়া অর্থনীতির বছর করোনা মহামারির সময়ও এত বরাদ্দ কমানো হয়নি। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অদক্ষতা, কড়াকড়ি, পুরনো সমস্যার আবর্তে ঘুরপাকসহ নানা জঠিলতার কারেণ বিশাল অর্থ কাটছাট করতে হয়েছে। এছাড়াও এখন থেকে বাড়ি করতে হলে পরিবেশ অধিদপ্তরের পুঙ্কানুপুঙ্খ অনুমোদন নিয়েই বাড়ি করতে হবে। এটা এবার কঠোরভাবে দেখার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tuesday, 4 March 2025, 23:25