
টাঙ্গাইলে জেমসের কনসার্টে ১২৯ মোবাইল ফোন চুরি
‘দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেও না’—এসব জনপ্রিয় গান গেয়ে টাঙ্গাইল মাতালেন নগর বাউল জেমস।
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ট্রফি উন্মোচন অনুষ্ঠান উপলক্ষে গতকাল মঙ্গলবার রাতে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে গান গেয়ে দর্শকের মন মাতান জেমস।
জেমসের আগমনের খবরে গতকাল দুপুর থেকে টাঙ্গাইলের ১২টি উপজেলাসহ আশপাশের জেলা থেকে জেমস ভক্তরা স্টেডিয়ামে উপস্থিত হতে থাকেন। এদিকে কনসার্ট দেখতে এসে শতাধিক দর্শক মোবাইল ফোন হারিয়েছেন।
পরে তারা টাঙ্গাইল সদর থানায় ১২৯ জিডি করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শেষ হয়েছে। আগত কিছু দর্শকদের মোবাইল ফোন হারিয়েছে।
বুধবার বিকেল পর্যন্ত থানায় ১২৯টি জিডি করা হয়েছে। মোবাইল ফোন উদ্ধারে আমাদের টিম কাজ করছে।’
আয়োজকরা জানান, ঈদুল আজহা উপলক্ষে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ নেতৃবৃন্দ।