Wednesday 14 May, 2025

কাতারের রাজপরিবার থেকে ট্রাম্পকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:44, 12 May 2025

কাতারের রাজপরিবার থেকে ট্রাম্পকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার

কাতারের রাজপরিবার থেকে ট্রাম্পকে বিলাসবহুল উড়োজাহাজ উপহার

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিয়েছে কাতারের রাজপরিবার। উড়োজাহাজটির আনুমানিক মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার। এটি ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে এবং প্রেসিডেন্ট পদ ত্যাগ করার পরও তিনি এটি ব্যবহার করতে পারবেন।

এ সংবাদটি জানায় এবিসি নিউজ, যেখানে বলা হয়, এই বিশেষ উড়োজাহাজটি ২০২৯ সালে ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনে হস্তান্তর করা হবে। তবে, প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও ট্রাম্প এই জেট ব্যবহার করবেন ব্যক্তিগত ভ্রমণের জন্য।

এয়ার ফোর্স ওয়ান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান হিসেবে ব্যবহৃত হয়, যাতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা থাকে। ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে এয়ার ফোর্স ওয়ান-এর মতো একটি সরকারি বিমান বেসামরিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি পাচ্ছেন।

তবে হোয়াইট হাউস ও আইন মন্ত্রণালয় মনে করছে, উপহারটি বৈধ এবং এটা কোনো ঘুষ নয়। কেননা, কোনো নির্দিষ্ট সুবিধা বা কাজের বিনিময়ে এটি নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্ট একাধিক সূত্র এবিসি নিউজকে এমনটাই জানিয়েছে। সূত্রমতে, এটি অসাংবিধানিক নয়। কারণ, এটি প্রথমে মার্কিন বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। পরে প্রেসিডেন্টের সংগ্রহশালায় দেওয়া হবে। ফলে এটি ব্যক্তিগত উপহার হিসেবে বিবেচিত হবে না।

এ বিষয়ে মন্তব্য চেয়ে এএফপির করা অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।

ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি বলেছে, এ পদক্ষেপ প্রমাণ করে যে ট্রাম্প হোয়াইট হাউসকে ব্যক্তিগত আর্থিক লাভের জন্য ব্যবহার করছেন। কমিটি আরও বলেছে, শ্রমজীবী পরিবারগুলো যখন উচ্চমূল্যের চাপে অতিষ্ঠ, তখন ট্রাম্প নিজের ও তাঁর ধনী পৃষ্ঠপোষকদের সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন।

ডেমোক্রেটিক পার্টির একাধিক আইনপ্রণেতা এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন।

উল্লেখ্য, বোয়িং-৭৪৭-৮ মডেলের এই উড়োজাহাজটিকে বলা হয় ‘প্যালেস ইন দ্য স্কাই’ বা উড়ন্ত রাজপ্রাসাদ। এটিকে মার্কিন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল উপহার হিসেবে অভিহিত করা হচ্ছে।