Friday 16 May, 2025

নারীর প্রতি সহিংসতা রুখতে সোশ্যাল ফোর্স গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:40, 14 May 2025

নারীর প্রতি সহিংসতা রুখতে সোশ্যাল ফোর্স গঠনের উদ্যোগ

নারীর প্রতি সহিংসতা রুখতে সোশ্যাল ফোর্স গঠনের উদ্যোগ

নারীর প্রতি সহিংসতা, অবমাননা ও হুমকি মোকাবিলায় সরকার একটি ‘সোশ্যাল ফোর্স’ গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

তিনি বলেন, এই ফোর্স ভুক্তভোগী নারীদের দোরগোড়ায় গিয়ে তাদের কথা শুনবে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি আরও জানান, সাইবার বুলিং প্রতিরোধে একটি পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে, যেখানে স্কাউট টিমের সদস্যসহ কয়েকশ মেয়ে কাজ করবে। উপদেষ্টার ভাষায়, “যেভাবে নারীরা ইতিহাসের প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সেভাবেই তারা সাহসিকতার সঙ্গে সমাজে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নারী সমাজকে মায়ের জাতি হিসেবে সম্মান অর্জনে কাজ করবে।”

মঙ্গলবার বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরে ‘গার্ল-ইন-স্কাউটিং দিবস’, আন্তর্জাতিক নারী দিবস ও আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস গার্ল-ইন-স্কাউটিং বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক মাহেনুর জাহান। বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক এবং গার্ল-ইন-স্কাউটিং উপকমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার রুপা।

উপদেষ্টা বলেন, “স্কাউটিংয়ের শৃঙ্খলা ও কার্যক্রম একজন মানুষকে শুধু ভালো নাগরিকই নয়, বরং কর্মজীবনে বড় পরিসরে এগিয়ে যেতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, আমরা ১৯৭১ দেখেছি—মুক্তিযুদ্ধে মেয়েরা সম্মুখভাগে ছিল, কিন্তু তাদের নাম ইতিহাসে নেই। আজ ২০২৪-এর গণআন্দোলনেও মেয়েরা সমাজ গঠনে নেতৃত্ব দিচ্ছে, তবু তারা পিছিয়ে পড়ছে। তাদেরকে সামনে আনতেই হবে।