Tuesday 20 May, 2025

একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:30, 18 May 2025

আপডেট: 21:32, 18 May 2025

একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ

একদিনে আওয়ামী লীগের ৩৯ মিছিলে প্রকম্পিত ঢাকার রাজপথ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগ তুলে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশ নিয়ে তারা ইউনূসের বিরুদ্ধে কঠোর স্লোগান দেন এবং ‘দেশ বিক্রির ষড়যন্ত্র’ রুখে দেওয়ার ঘোষণা দেন।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত মতিঝিল, গুলিস্তান, বাংলামোটর, মালিবাগ, আসাদগেট, রমনা পার্ক ও উত্তরা এলাকায় পৃথকভাবে এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানার আওতাধীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলে অংশ নেন।

আসাদগেট থেকে ধানমণ্ডি ৩২ নম্বর পর্যন্ত মিছিল করে শতাধিক নেতাকর্মী। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ইউনূসের গদিতে’, ‘ওয়াশিংটনের ইউনূস, ওয়াশিংটনে ফিরে যা’, ‘দেশবিরোধী যড়যন্ত্র রুখে দিবে জনতা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেয়।

গুলিস্তান এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিলে নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক অপচেষ্টা’ বন্ধের আহ্বান জানায়।

মতিঝিলে ছাত্রলীগের মিছিল থেকে বলা হয়, কোনো ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকার হটানো যাবে না। এখানেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলে ‘ইউনূস দেশদ্রোহী, জনতা প্রস্তুত’, ‘চক্রান্তকারীদের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বাংলামোটরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ মিছিল অনুষ্ঠিত হয়। তারা ইউনূসের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা দাবি করে এবং নেতাকর্মীরা জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানায়।

মালিবাগ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলে ‘সাজা চাই ইউনূসের, দেশদ্রোহের শাস্তি হোক’, ‘গণতন্ত্রের নামে ষড়যন্ত্র নয়’, ‘ইউনূসের বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

রমনা পার্ক এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মিছিলে অংশ নেয় আওয়ামী ছাত্র ও যুব সংগঠনের কয়েকশ নেতাকর্মী। তারা বলেন, দেশের উন্নয়ন থামাতে যারা ষড়যন্ত্র করছে, তাদের রুখে দেওয়া হবে।

উত্তরার আজমপুর এলাকায়ও আওয়ামী লীগের একটি অংশ মিছিল করে। নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে জবাব দেওয়া হবে।

মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ কর্মী খলিলুর রহমান বলেন, কোনো অবস্থাতেই ইউনূসের দেশবিক্রির চক্রান্ত মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের কর্মীরা বেঁচে থাকতে এই দেশ কেউ বিক্রি করতে পারবে না।