
আবার শুরু হচ্ছে আইপিএল, সম্ভাব্য তারিখ ১৫ মে
ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিলো আইপিএল। দুই দেশ যুদ্ধ বিরতিতে যাওয়ায় ফের আইপিএল শুরু হচ্ছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে এ ব্যাপারে তারা প্রস্তুতি শুরু করেছে। দেশটির গণমাধ্যমের খবর, ১৫ মে থেকেই ফের মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের শেষ ধাপ।
আইপিএলের শেষ ধাপের বাকি ম্যাচগুলোর সময়সীমা চূড়ান্ত করার আগে কেন্দ্রীয় সরকার এবং সকল অংশীদারদের সঙ্গে পরামর্শ করবে তারা।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বোর্ড লিগের রোড ম্যাপ তৈরি করার জন্য আগামী ৪৮ ঘন্টা ধরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। চার প্লে অফ সহ এবার আইপিএলে মোট ষোলটি ম্যাচ বাকি আছে।
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘বিসিসিআই গতকাল সাত দিনের জন্য আইপিএল স্থগিত করেছে এবং আজ আমরা দ্বিতীয় দিনে রয়েছি, আরও পাঁচ দিন বাকি আছে। বিসিসিআই পরিস্থিতির ক্রমবিকাশ এবং ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইপিএলের সকল অংশীদার এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শের পরেই আইপিএল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এদিকে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর জানায়, ১৫ মে থেকেই খেলা শুরু হবে। ইতমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের বিদেশি খেলোয়াড়দের ফিরিয়ে আনতে কাজ করছে।
গত শুক্রবার (৯ মে) আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা করা হয়। তার আগের রাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে একটি ম্যাচ মাঝ পথে পরিত্যক্ত করতে বাধ্য হয়েছিল নিরাপত্তার কারণেই।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততা থাকায় মে মাসের মধ্যেই বাকি ম্যাচগুলো শেষ করতে চায় বিসিসিআই। এজন্য প্রতিদিনই থাকতে পারে ২ ম্যাচ। বিদেশি যেসব খেলোয়াড় চলে গেছেন তাদের ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। যারা আছেন তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।