Tuesday 06 May, 2025

১৯ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চরম অবনতি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:10, 5 May 2025

১৯ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চরম অবনতি

১৯ বছর পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চরম অবনতি

এক সময় ওয়ানডেতে বাংলাদেশ দল ছিলো অন্যতম এক শক্তি। গত দেড় যুগের বেশি সময় ধরে র‍্যাঙ্কিংয়েও ছিলো উন্নতির ছাপ। কখনো খারাপ খেললেও দশে নামার মতন অবস্থা হয়নি। সেই সুদিন গত হয়েছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নেমে গেছে দুই ধাপ।

সোমবার পুরুষ ক্রিকেট দলের র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে। বিগত এক যুগে এমন তলানিতে পড়েনি লাল সবুজের প্রতিনিধিরা। বরং র‍্যাঙ্কিংয়ে সাতে লম্বা সময় অবস্থান ছিলো বাংলাদেশের, এমনকি ছয়েও উঠতে দেখা গেছে তাদের। সর্বশেষ ওয়ানডেতে দশ নম্বরে বাংলাদেশি ছিলো সেই ২০০৬ সালে। এরপর ক্রমাগত উন্নতির পথ হাঁটা দল আবার পথ হারালো।

বাংলাদেশকে দশে ঠেলে নয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে ধুঁকতে থাকা ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান এই র‍্যাঙ্কিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের তিন ধাপ উপরে, সাতে।

র‍্যাঙ্কিংয়ে একদম শীর্ষে আছে ভারত। চলতি বছরই তারা জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুইয়ে নিউজিল্যান্ড, তিনে অস্ট্রেলিয়া, চারে শ্রীলঙ্কা, পাঁচে পাকিস্তান, ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে আফগানিস্তান। এরপর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশের অবস্থান।

টেস্ট র‍্যাঙ্কিংয়েও উন্নতির ছাপ নেই। আগের মতনই ৯ নম্বরে আছে বাংলাদেশ। বাংলাদেশের পেছনে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।