Sunday 11 May, 2025

প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ,পত্রিকা অফিসে আগুন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:35, 9 May 2025

প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ,পত্রিকা অফিসে আগুন

প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ,পত্রিকা অফিসে আগুন

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে খবর ছাপায় খুলনায় একটি দৈনিক পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ছোট মির্জাপুর এলাকায় ‘দৈনিক দেশসংযোগ’-এর অফিসে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ এসে অফিসের শাটারের তালা ভেঙে ভেতরের টেবিল-চেয়ারসহ মালামাল রাস্তায় বের করে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের বাসিন্দারা আগুন নেভান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাংবাদিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

দেশসংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুবুল আলম সোহাগ খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পত্রিকাটির ওইদিনের সংখ্যায় একজন আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবরে শোকবার্তা ছাপা হয়, যেখানে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া খুলনার কয়েকজন সাবেক সংসদ সদস্যকে ‘বর্তমান সংসদ সদস্য’ হিসেবে বর্ণনা করা হয়।

এই সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়। অনেকে অভিযোগ করেন, সংবাদটি বর্তমান সরকারের বৈধতা নিয়ে বিভ্রান্তি তৈরি করতে পারে বা ইচ্ছাকৃতভাবে অসত্য তথ্য প্রচার করা হয়েছে।

এ বিষয়ে পত্রিকা কর্তৃপক্ষ কোনো মন্তব্য দেয়নি।