Thursday 29 May, 2025

পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:32, 26 May 2025

পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব

পর্যটন এলাকায় মদ বিক্রির অনুমোদন দিচ্ছে সৌদি আরব

ফিফা বিশ্বকাপ ২০৩৪ এবং এক্সপো ২০৩০-এর মতো আন্তর্জাতিক ইভেন্ট সামনে রেখে সৌদি আরব পর্যটন এলাকাগুলোতে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে অন্তত ৬০০টি পর্যটন এলাকায় মদের নিষেধাজ্ঞা শিথিল করা হবে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থেকে এই শৈথিল্য দেশটির পর্যটন ও আন্তর্জাতিক ইভেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর বরাতে জানা যায়, এই উদ্যোগের আওতায় পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট এবং প্রবাসীদের জন্য নির্ধারিত আবাসন কম্পাউন্ডে লাইসেন্সপ্রাপ্তভাবে ওয়াইন, বিয়ার এবং সাইডার বিক্রি করা যাবে। তবে সাধারণ জনগণের জন্য, বাসা-বাড়ি, দোকানপাট কিংবা ফ্যান জোনে মদ্যপান নিষিদ্ধই থাকবে।

এই গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অংশ, যার লক্ষ্য দেশটির পর্যটন খাতকে বিস্তৃত করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা এবং অতিরক্ষণশীল ভাবমূর্তির পরিবর্তন ঘটানো।

এদিকে, এমন ঘোষণায় উচ্ছ্বসিত সাধারণ সৌদি নাগরিকরাও। বিশেষ করে তরুণ প্রজন্ম উল্লসিত দেশের ভবিষ্যতের কথা ভেবে। সৌদি আরবের প্রতি উন্নত দেশের পর্যটকদের মনোভাবে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে এমন প্রাগ্রসর সিদ্ধান্তে, এমনটাই মনে করছেন তারা। এতে যেমন দেশে পর্যটনের পরিসর বাড়বে, তেমনি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে সৌদি নাগরিকরা, বিভিন্ন ফোরামে এমন আলোচনা উঠে এসেছে।

সৌদি কর্তৃপক্ষ আশা করছে, নিওম, সিন্দালাহ দ্বীপ এবং লোহিত সাগর উপকূলীয় উন্নয়ন প্রকল্পের মতো এলাকাগুলোতে নিয়ন্ত্রিত অ্যালকোহল বিক্রির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিদ্বন্দ্বী উপসাগরীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব হবে—যেখানে ইতোমধ্যেই পর্যটন এলাকায় মদ্যপান বৈধ।

তবে লাইসেন্সপ্রাপ্ত স্থানগুলো কঠোর নিয়ম-কানুন ও নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীনে পরিচালিত হবে। সেখানে থাকবে প্রশিক্ষিত কর্মী এবং অ্যালকোহলের অপব্যবহার রোধে কার্যকর তদারকি। একইসঙ্গে দেশটির ইসলামী মূল্যবোধ সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়া হবে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরব তার সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রেখে বিশ্বব্যাপী পর্যটকদের স্বাগত জানাতে চায়। আধুনিক ভাবমূর্তি গঠনের এই প্রচেষ্টা দেশকে আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সহায়ক হবে বলেও তারা মনে করেন। তবে কেউ যদি আইন ভঙ্গ করে, তাহলে তাকে দ্রুত ও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।