Sunday 25 May, 2025

দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা চরম ক্ষুব্ধ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:09, 24 May 2025

দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা চরম ক্ষুব্ধ

দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা চরম ক্ষুব্ধ

রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, ঋণ সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতিতে বিপর্যস্ত দেশের ব্যবসায়ীরা। বিনিয়োগে ভাটা, উৎপাদন স্থবিরতা ও শ্রমিক ছাঁটাইয়ে দিন দিন বাড়ছে হতাশা।

খুলনার ফুলতলার সুপার জুট মিলস ও সুপারেক্স লেদার কারখানার মালিক মো. ফিরোজ আহমেদ জানান, কারখানাগুলো অর্ধেক উৎপাদনক্ষমতায় চলছে। ৮০০ কোটির বেশি ঋণের বিপরীতে প্রতিদিন গুনতে হচ্ছে ৩০ লাখ টাকা সুদ। নতুন ক্রয়াদেশও বন্ধ। এর ফলে আড়াই হাজারেরও বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে ৪৩ শতাংশের বেশি এবং প্রাথমিক কাঁচামাল আমদানি কমেছে প্রায় ১০ শতাংশ। শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি কমে এসেছে ৫.৩৪ শতাংশে, যা কোভিড-পরবর্তী সময়ের মধ্যে সর্বনিম্ন। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, “এখন নতুন প্রকল্প শুরু করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যমান ব্যবসা টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ।”

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জের যৌথ জরিপে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ব্যবসার পরিবেশ সূচক নেমে এসেছে ৫৮.৭৫-এ। ব্যাংক ঋণের অপ্রাপ্যতা, কর ও ভ্যাট জটিলতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাকে প্রধান প্রতিবন্ধক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, বিদ্যুৎ সংকট, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের প্রসার এবং উচ্চ কর হার ব্যবসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে জানান, তারা নতুন বিনিয়োগে আগ্রহী নন। বরং ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য সহজ প্রস্থান নীতিমালার দাবি জানিয়েছেন। অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতি সংকুচিত করার কৌশল ব্যবসা খাতকে আরও সংকটাপন্ন করে তুলছে।”

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, আর্থিক সংকোচন এবং বৈশ্বিক বাজারের নেতিবাচক প্রভাব—এই ত্রিমুখী চাপে দেশের ব্যবসা খাত আজ চরম অনিশ্চয়তার মুখে। একটি স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা।