Monday 26 May, 2025

বিশ জন নিয়ে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি ঘিরে নেটিজেনদের হাস্যরস

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:31, 25 May 2025

বিশ জন নিয়ে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি ঘিরে নেটিজেনদের হাস্যরস

বিশ জন নিয়ে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি ঘিরে নেটিজেনদের হাস্যরস

রাজধানীর শাহবাগে আয়োজিত ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আন্দোলনের ডাক থাকলেও অংশগ্রহণ ছিল নিতান্তই সীমিত।

ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ১৫-২০ জনের একটি ছোট দল প্ল্যাকার্ড হাতে সমর্থন জানায়। মিছিলটি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার আগেই কার্যত ছবি তোলার মধ্যে শেষ হয়ে যায়।

গত শনিবার আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাত্র ২০-২৫ জন।

প্রথম থেকেই ‘বিবেকবান নাগরিক’দের অংশগ্রহণের দাবি জানানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা পুরোটাই চোখে পড়ল না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, “এটা কি বিশাল জনসমাগম? না কি ‘মাইক্রো মুভমেন্ট’?”

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে একের পর এক হাস্যকর পোস্ট।

একটি ট্রল পেজে বলা হয়, “১০ জনের মিছিল মানে ‘হিউম্যান চেইন না, হিউম্যান ডট!” আরেকজন লিখেছেন, “বিভ্রান্তির রাজনীতিতে ‘মার্চ ফর ইউনূস’, যেখানে দুইজনের দল, সেখানে তো মিছিল!”

কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এভাবে ইউনূসের প্রতি সমর্থন ছড়িয়ে যাবে, কি না! আর তো ‘সার্কুলার রোডেই ঘুরে ফিরে ঘোষণা দেয়ার মতো!”

তবে মানুষের স্বল্প উপস্থিতি সম্পর্কে আয়োজকদের বক্তব্য ছিল, “এটা ছিল শুধু একটি প্রতীকী কর্মসূচি।” এরই প্রেক্ষিতে কৌতুকপূর্ণভাবে প্রশ্ন উঠছে, ‘এমন প্রতীকী সমর্থন কি ইন্টারন্যাশনাল মিডিয়ায় পৌঁছুবে?’

এদিকে, গতকাল কর্মসূচির শেষে সাংবাদিকরা যখন বক্তব্য নেন, তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ ড. ইউনূসের পক্ষে সরাসরি মন্তব্য না করে কেবল বলেছিলেন, “আমরা আমাদের দাবি জানিয়েছি, হয়তো বা আগামীকাল প্রেস উইংয়ের মাধ্যমে বিস্তারিত আসবে।”

তবে সবচেয়ে হাস্যকর নামটি ছিল, “মার্চ ফর ইউনূস না, ‘মার্চ ফর ইউটিউব’!”

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে জনা বিশেকের মিছিল সবার সামনে চলে আসার পরই, সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট হয়ে যায় ‘লাইভ’। অনেকে লিখেছেন, “এমন ‘লাইভ’ তো সাধারণত প্ল্যান্টেড শো-এ দেখা যায়।”

যদিও এসব হাস্যরস ও টিটকারির মাঝে ইউনূসের রাজনৈতিক অবস্থান এখনও সক্রিয়।