Sunday 11 May, 2025

সিরাজগঞ্জে বৈছা নেতাকে পিটুনি দিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:32, 9 May 2025

সিরাজগঞ্জে বৈছা নেতাকে পিটুনি দিল ছাত্রলীগ

সিরাজগঞ্জে বৈছা নেতাকে পিটুনি দিল ছাত্রলীগ

সিরাজগঞ্জ শহরে গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ তিনজনকে পিটুনি দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে শহরের বাহিরগোলা খাদেমের পুলের কাছে এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা এ তথ্য নিশিচত করেছেন।

আহতরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রতিনিধি ইমরান হাসান এবং রেড জুলাই এর সহমুখপাত্র সেখ তাজ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত মুনতাসির মেহেদী হাসান বলেন, একটি মোটরসাইকেলে আমরা তিনজন রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে বাহিরগোলার দিকে যাচ্ছিলাম। আমাদের সামনে দুটি মোটরসাইকেল বার বার চক্কর দিচ্ছিল। আমি তাদের একটি মোটরসাইকেল থামিয়ে বেপরোয়াভাবে চালাতে নিষেধ করি। তখনই হেলমেড পরিহিত দুজন মোটরসাইকেল থেকে নেমে লোহার স্টিক দিয়ে আমাকে পেটানো শুরু করে। বাধা দিতে গেলে অন্য দুজনকেও পেটানো হয়। তাদের আরেকটি মোটরসাইকেলে থাকা দুজন কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল। এরপর আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নিজের ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করি। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।