Monday 05 May, 2025

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আহ্বান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 20:16, 30 April 2025

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আহ্বান

সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের প্রতি সহমর্মিতা ও সহায়তার আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতাদের প্রতি এক জোরালো বার্তা দিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রাচীনতম এই রাজনৈতিক দলটি জানায়, গত ৫ই আগস্ট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করা একটি অবৈধ গোষ্ঠী বর্তমান সরকার পরিচালনা করছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রক্ষমতা দখলের পর নতুন সরকার একদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দমন-পীড়ন চালাচ্ছে, অন্যদিকে মবসন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট চালানো হয়েছে। এতে সাধারণ জনগণের জানমাল চরমভাবে হুমকির মুখে পড়েছে বলেও উল্লেখ করা হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, শত প্রতিকূলতার মধ্যেও দলের নেতাকর্মীরা নীতি ও আদর্শে অবিচল থেকে গণবিরোধী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের পাশে দাঁড়াচ্ছেন এবং অসহায় জনগণের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

দলের এই সংকটময় পরিস্থিতিতে সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা নিজেদের অবস্থান ও সামর্থ্য অনুযায়ী দলের কর্মীদের পাশে দাঁড়ান এবং জনগণের পাশে থেকে সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তির শেষাংশে বলা হয়, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।”