Thursday 29 May, 2025

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে ঢুকতে নিষেধ আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:04, 27 May 2025

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে ঢুকতে নিষেধ আইন উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে ঢুকতে নিষেধ আইন উপদেষ্টাকে

সম্প্রতি প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষ করে প্রধান বিচারপতি রেফাত আহমেদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের সঙ্গে দেখা করেন।

মিডিয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের খবর এলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের খবর পাওয়া যায়নি।

একাধিক সরকারি সূত্র এই বৈঠকের খবর নিশ্চিত করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান বিচারপতির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত থাকলেও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে চেষ্টা করেও যেতে পারেননি তিনি। বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে, বঙ্গভবনে প্রবেশের অনুমতি না পাওয়ায় আইন উপদেষ্টা সেখানে যেতে পারেননি। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আইন উপদেষ্টাকে ঢুকতে না দেওয়ার কারণ জানা যায়নি।