
এবার ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠায় আগ্রহ দেখালেন ড. ইউনূস
তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই উদ্যোগ বাস্তবায়নে তিনি একটি পৃথক “মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন” প্রণয়নের প্রস্তাবও দিয়েছেন।
১৭ই মে, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, প্রস্তাবিত এই ব্যাংক প্রচলিত ব্যাংকগুলোর মতো হবে না। এটি চলবে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে— যেখানে ঋণগ্রহণে কোনো জামানতের প্রয়োজন হবে না। এর মূল লক্ষ্য হবে সামাজিক ব্যবসার প্রসার ঘটানো এবং সমাজে উদ্যোক্তা তৈরি করা।
তিনি বলেন, “মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। আমরা চাই, ব্যাংকের সহায়তায় তাদের হাতে সেই উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হোক। বিশেষ করে তরুণেরা যদি বিনিয়োগের সুযোগ পায়, তবে নিজেদের মেধা ও চিন্তা দিয়ে তারা নতুন ব্যবসা গড়ে তুলতে পারবে।”
ক্ষুদ্রঋণের ইতিবাচক দিক তুলে ধরে ড. ইউনূস বলেন, “ক্ষুদ্রঋণ নেওয়া মানুষজন কখনো ঋণ পরিশোধ না করে পালিয়ে যায়নি। অথচ প্রচলিত ব্যাংক ব্যবস্থা থেকে অনেকেই বিপুল অঙ্কের টাকা নিয়ে গায়েব হয়ে গেছে। তাই আমাদের প্রকৃত অর্থে দায়বদ্ধ ব্যাংক ব্যবস্থার দিকে এগোতে হবে।”