Sunday 11 May, 2025

পাকিস্তানকে আমিরাতের ‘না’, পিএসএল বাকি অংশ পুরোপুরি স্থগিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:33, 9 May 2025

পাকিস্তানকে আমিরাতের ‘না’, পিএসএল বাকি অংশ পুরোপুরি স্থগিত

পাকিস্তানকে আমিরাতের ‘না’, পিএসএল বাকি অংশ পুরোপুরি স্থগিত

নিরাপত্তা শঙ্কায় বন্ধ হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো পিসিবি। তবে তাতে সায় দেয়নি আমিরাত ক্রিকেট বোর্ড। ফলে এবারের পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।

বিবৃতিতে পিসিবি বলেছে, ‘পিএসএলের অবশিষ্ট আটটি ম্যাচ স্থগিত ঘোষণা করা হচ্ছে। কারণ গত ২৪ ঘন্টায় পরিস্থিতির অবনতি হয়েছে, ড্রোন অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে এবং ভারত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ফলে খেলা আর সম্ভব নয়।’

পিসিবি বলেছে, ‘আমরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক সুস্থতা এবং আমাদের বিদেশী খেলোয়াড়দের অনুভূতির প্রতি আন্তরিক সম্মান জানাই এবং তাদের পরিবারের উদ্বেগকে আমরা সম্মান করি যারা তাদের বাড়িতে ফিরে যেতে দেখতে চায়।’

এদিকে নিরাপত্তা ঝুঁকিতে আইপিএল স্থগিতের কথা জানানো হয় দুপুরে, সন্ধ্যায় বিসিসিআই জানায়, আইপিএল স্থগিত হচ্ছে আপাতত এক সপ্তাহের জন্য। আইপিএলের এখনো ১৮ ম্যাচ বাকি।