Friday 23 May, 2025

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:26, 6 May 2025

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল

কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল

কক্সবাজার শহরের কলাতলীতে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের নেতাকর্মী। মঙ্গলবার (৬ মে) সকালে শহরের কলাতলীর গোলচত্বর (ডলফিন মোড়) থেকে শুরু হওয়া মিছিলটি সুগন্ধা সৈকত এলাকায় গিয়ে শেষ হয়। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায় মিছিলটি প্রায় ৫৯ সেকেন্ড স্থায়ী হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার দিকে ২০-২৫ জনের একটি দল মিছিলটি বের করে।

মিছিলের সামনে ছিল একটি ব্যানার, যাতে লেখা ছিল—‘শেখ হাসিনা আসবেই, বাংলাদেশ (ব্যানারে ভুল লেখা বাংলদেশ) হাসবেই’। ব্যানারে আয়োজক হিসেবে উল্লেখ ছিল বাংলাদেশ যুবলীগ, কক্সবাজার জেলা শাখা। 

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, মিছিলটি হোটেল-মোটেল জোনের কলাতলী সৈকত সড়ক ধরে এগোয়। তখন রাস্তা ফাঁকা ও দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল। মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ সিকদার। সেখানে লোকসমাগম বাড়তে শুরু করলে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে।

এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের ১ নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণেও অংশ নেন মুনাফ সিকদার।