Tuesday 06 May, 2025

করিডোর সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:49, 3 May 2025

আপডেট: 22:50, 3 May 2025

করিডোর সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের কড়া প্রতিবাদ

করিডোরের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়ামী লীগের কড়া প্রতিবাদ

মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ ও অসাংবিধানিক ইউনূস সরকার দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আওয়ামী লীগ একে “গণবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন” পদক্ষেপ বলে অভিহিত করেছে।

বিবৃতিতে বলা হয়, যেখানে মিয়ানমার সরকারের সঙ্গে আরাকান আর্মির দীর্ঘদিনের সংঘাত চলছে, সেই উত্তপ্ত অঞ্চলে করিডোর স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই এলাকায় ভারত, চীনসহ বিভিন্ন আঞ্চলিক শক্তির স্বার্থ জড়িত থাকায়, এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটি সম্ভাব্য প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলেও সতর্ক করে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ধারক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বরাবরই কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করে আসছে। অথচ, বর্তমান দখলদার সরকার বারবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও পদক্ষেপের মাধ্যমে দেশের নিরাপত্তা ও কূটনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।

আওয়ামী লীগ প্রশ্ন তোলে, সীমান্ত সুরক্ষিত নয় বলে যেখানেই সরকারের শীর্ষ পর্যায়ের উপদেষ্টারা স্বীকার করছেন, সেখানে কিভাবে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়? করিডোর দেওয়ার সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও শর্তাবলি এখনো জাতির সামনে উপস্থাপন করা হয়নি বলেও অভিযোগ তুলেছে দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, জাতির উদ্দেশে আজও অস্পষ্ট এই করিডোরের নিরাপত্তা কে নিশ্চিত করবে? এর ফলে অনুপ্রবেশ বন্ধ থাকবে — তার নিশ্চয়তা কোথায়? বরং এতে করে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগ। তারা উল্লেখ করে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই একসময় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল এবং প্রত্যাবাসনের দিকেও কার্যকর অগ্রগতি হয়েছিল।

“অবৈধ সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছেলেখেলা করছে”,—বিবৃতিতে এমন কঠোর ভাষায় বলা হয়, এই সরকার আসলে বিদেশি শক্তিকে খুশি করে নিজেদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করার পাঁয়তারা করছে।

শেষে আওয়ামী লীগ হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, “বাংলার জনগণ কোনোভাবেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপস করবে না। তারা করিডোর দেওয়ার মত গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে অসাংবিধানিক সরকারের সিদ্ধান্ত মেনে নেবে না।”

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।